হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২টি গাড়ি ও আড়াই মণ গাঁজা সহ ৩ জনকে আটক করেছে।
পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে ডিবির ওসি মানিকুল ইসলাম ও সোহেল রানার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর ভাঙ্গা সেতুর কাছে ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের পূর্বে পরিত্যক্ত পেট্রোল পাম্পের সমানে পিকআপ ভ্যান ও পাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের এই গাঁজা আটক করে। এ সময় ৩ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, এই গাঁজা সিলেটে নিয়ে যাওয়া হচ্ছিল। গাঁজার প্রকৃত ব্যবসায়ীকে খুঁজে বের করার জন্য আটককৃতদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
আটককৃতরা হলেন, পিকআপ ভ্যান চালক চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের রঞ্জু তাঁতীর ছেলে সাজন তাঁতী, পাইভেট কার চালক নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত রভলু মিয়ার ছেলে বকুল মিয়া ও তার সহযোগী একই গ্রামের জমশেদ আলীর ছেলে রোমান মিয়া।
Leave a Reply