হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে হবিগঞ্জের গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন।
রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
আতিকুর রহমান আতিক জানান, তিনি নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসন এবং সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনের যে কোন একটিতে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Leave a Reply