হবিগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ ৫ দফা দাবি আদায়ে হবিগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের দিন সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পৌর বাস টার্মিনালে হবিগঞ্জ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক পরিষদের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে হবিগঞ্জ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো সজিব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী, আবু মঈন চৌধুরী সোহেল, আনেয়ার হোসেন আনু, আব্দুল ওয়াহাব বাবুল, শ্রমিক নেতা শাহ হাবিবুর রহমান জিতু, সাইদুর রহমান, দিয়ারিছ মিয়া, সেলিম আহমেদ আব্দুল আউয়াল, নূরুল ইসলাম রাজু, মোজাম্মেল হোসেন, স্বপন গোপ তরফদার, দুলাল গোপ, ইলিয়াছ মিয়া রুবেল, অরুণ গোপ ও আব্দুল রকিব।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরে দূরপাল্লার যাত্রীরা বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে বাড়ি ফিরেছেন। এতে যেমনি কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হয়নি, তেমনি দুই গুণ-তিনগুণ ভাড়াও গুণতে হয়েছে। হবিগঞ্জসহ দেশে গণপরিবহন চলাচলের সুযোগ দিলে স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার যাত্রীদের যাতায়াত সহজ হতো।
এছাড়াও শ্রমিকদের ১০ কেজি দরে চাল দেওয়াসহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
Leave a Reply