হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শ্রমিকদের জন্যে ১০ টাকা কেজি দরে চাল, নগদ অর্থসহায়তা ও গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরবার স্মারকলিপিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরবাস টার্মিনাল থেকে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সংগঠনের সহ সভাপতি হাবিবুর রহমান জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো সজিব আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, আজিজুর রহমান, সাইদুর রহমান, নুরুল ইসলাম রাজু, আব্দুল আউয়াল, আহমদ চৌধুরী ছায়েদ, আলী হোসেন, মোজ্জাম্মেল হোসেন, ফরিদ মিয়া, দিয়ারিছ মিয়া ও ইকবাল মিয়া।
বক্তারা অবিলম্বে তাদের তিন দফা দাবি পূরণের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় পরিবহন শ্রমিকরা তীব্র আন্দোলন গড়ে তুলবেন।
Leave a Reply