হবিগঞ্জ প্রতিনিধি : গণতান্ত্রিক বাজেট আন্দোলন হবিগঞ্জ কৃষিতে ভর্তুকি বৃদ্ধি ও নারী কৃষকদের কৃষি কার্ড প্রদানের দাবি জানিয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক পথসভা ও ‘আগামী বাজেটে কোন কোন খাতে বরাদ্দ চান’ শীর্ষক স্বাক্ষর সংগ্রহ অভিযানে এ দাবি জানানো হয়।
এনজিও এসডিএম ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত পথসভায় বক্তৃতা করেন সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট চৌধুরী আবু বকর সিদ্দিকী ও সুব্রত বৈষ্ণব।
Leave a Reply