হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর এলাকায় খোয়াই নদী থেকে হাত ও পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মরদেহটি লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত জবান উল্লাহ ছেলে আব্দুল কুদ্দুছের (৪২) বলে শনাক্ত করা হয়েছে।
পরিবারের লোকজন জানান, মঙ্গলবার রাতে আব্দুল কদ্দুছ ও তার ছোট ভাই বাবুল মিয়া হাওরের সেচ প্রকল্পের মেশিন পাহারা দিতে যান। পরদিন সকালে হাওরে কাজ করতে গিয়ে কয়েকজন মেশিন ঘরে চিৎকার শুনে এগিয়ে গিয়ে বাবুল মিয়াকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। তারা তাকে মুক্ত করে দিলে বাড়িতে গিয়ে তিনি জানান, রাত ৩টার দিকে যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম ও দিলাল মিয়া সহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাকে বেঁধে রেখে আব্দুল কুদ্দুছকে মিয়া তুলে নিয়ে গেছে। তখন থেকে আব্দুল কুদ্দুছকে খোঁজাখুঁজি শুরু হয়।
এক পর্যায়ে যাদবপুর গ্রামের কয়েক শিশু খোয়াই নদীর পাড় ও পার্শ্ববর্তী একটি ফিসারির পাড়ে রক্ত ও মাংসের টুকরো দেখে চিৎকার শুরু করে আশেপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে দুপুরে লাখাই থানার ওসি তদন্ত নূরুল ইসলাম চরগাঁও গ্রামের কয়েকজনের উপস্থিতিতে জেলেদের দিয়ে তল্লাশি চালিয়ে খোয়াই নদী থেকে মরদেহ উদ্ধার করেন।
আব্দুল কুদ্দুছের চাচাতো ভাই সবুর মিয়া জানান, কিছুদিন পূর্বে তুচ্ছ বিষয় নিয়ে যাদবপুর গ্রামের শফিকুল ইসলাম ও দিলাল মিয়ার সাথে আব্দুল কুদ্দুছের ঝগড়া হয়। এ সময় তারা তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
এদিকে লাখাই থানার ওসি বজলার রহমান জানান, আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে লাখাই থানায় চুরি, ডাকাতি ও হত্যা সহ ৫টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর গ্রামে আব্দুল কুদ্দুছ তার দলবল নিয়ে ডাকাতির জন্য হানা দেয়। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করলে অন্যান্য ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়; কিন্তু আব্দুল কুদ্দুছ গ্রামবাসীর হাতে ধরা পড়ে। পরে গ্রামবাসী তাকে কুপিয়ে হত্যা করে।
আব্দুল কদ্দুছের লাশের ছুরতহাল রিপোর্ট তৈরিকারী সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল হাসান জানান, মরদেহের গলা কাটা, মাথা ও শরীরের বিভন্ন স্থানে কোপ ও পিকলের ঘার চিহ্ন রয়েছে।
রাতেই মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply