হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, রবিবার দিনগত রাত ১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমা ৯.৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে হঠাৎ করেই পানি বাড়তে থাকে। সোমবার সকাল ৮টায় বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দুপুর ১টায় পানি বেড়ে বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো আব্দুল মান্নান জানান, নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নামায় খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড নদীর পানি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।
Leave a Reply