হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখিন হয়ে পড়েছে হবিগঞ্জ শহররক্ষা বাঁধ। পানি এখনো বাড়ছে।
গত কয়েকদিন হবিগঞ্জে তেমন বৃষ্টি না হলেও হঠাৎ করে শুক্রবার বিকেল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। এতে প্লাবন সৃষ্টি হয়েছে খোয়াই নদীতে। শহররক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ রয়েছে। এ অবস্থায় শহরবাসীকে সতর্ক থাকতে হবে।
তবে বাল্লা সীমান্ত এলাকায় পানি কমতে শুরু করেছে বলেও তিনি জানান।
Leave a Reply