হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শহর প্রতিরক্ষা বাধ। উজান থেকে পানি দ্রুত গতিতে নামছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, রবিবার বিকেল থেকে হবিগঞ্জের বাল্লা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। ঐ বৃষ্টির পানি নেমে আসায় সোমবার দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি বৃদ্ধি পায়। এতে শহর প্রতিরক্ষা বাধ অনেকটা ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে। তবে বাধ এলাকায় সার্বক্ষণিক পাহারা রয়েছে।
Leave a Reply