হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে তৃতীয় দিনের মতো খোয়াই নদীর তীরে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা এ অভিযান চালান।এসময় ৫৬টি বাড়ি ও দোকানঘর গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল।
তিনি জানান, শহরতলির মাছুলিয়া সেতুর কাছে খোয়াই নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো শাহানেওয়াজ তালুকদার জানান, অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।
Leave a Reply