হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদীর চর থেকে লন্ড্রি ব্যবসায়ী কৃষ্ণ শুক্লবৈদ্যের (৩৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরহামুয়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
হবিগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, এলাকার লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কৃষ্ণ শুক্লবৈদ্যের ছোট ভাই অরুণ শুক্লবৈদ্য জানান, মঙ্গলবার থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
কৃষ্ণ শুক্লবৈদ্য লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের নগেন্দ্র শুক্লবৈদ্যের ছেলে। উপজেলার বাল্লা বাজারে তার লন্ড্রি ব্যবসা রয়েছে।
Leave a Reply