হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশ ধ্বসে পড়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ১০টি পরিবারের সবকিছুসহ বসতভিটা। সর্বস্বান্ত এসব পরিবারের লোকজনকে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়েছে।
রবিবার বিকেলে ও সন্ধ্যায় শহরের মাছুলিয়া এলাকার হঠাৎ করে বাঁধ ধ্বসের ঘটনা ঘটে। এতে আশেপাশের এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
লে কর্নেল মাসুদ পারভেজের নেতৃত্বে এ দলটি পরিদশনকালে এলাকার লোকজনের সাথে কথা বলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা বেগম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply