হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে খোয়াই নদী থেকে মাটি তুলতে গিয়ে চাপা পড়ে ১ শ্রমিক নিহত ও ৫ শ্রমিক আহত হয়েছেন।
শনিবার দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জনি মিয়া (২২) শহরতলির রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।
আহতরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা খোয়াই নদী থেকে গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাৎ করেই ধ্বস নামে। এতে ৬ জন মাটিচাপা পড়ে। এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনি মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সদর হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাশ জনি মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply