হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলির লম্বাবাঁক এলাকায় খোয়াই নদীতে নৌকা ডুবে ৩ জন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন ৭ জন। নিখোঁজদের সন্ধানে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালান; কিন্তু কারো সন্ধান মেলেনি।
এলাকাবাসী জানান, বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের রাধাপুর গ্রামের আইনাল হক শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শতাধিক যাত্রী নিয়ে রওয়ানা দেয় নৌকাটি। এক পর্যায়ে দ্রুতগতির নৌকাটি লম্বাবাঁক পাথরছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।
রাত ৯টার দিকে সদর উপজেলার মানিকারআব্দা গ্রামের অবলা রানী সরকার (৪০), বানিয়াচঙ্গ উপজেলার ভবানীপুর গ্রামের মুক্তা রানী দাস (৪৫) ও দক্ষিণ সাঙ্গর গ্রামের ফুলভানু বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।
ফুলভানু বেগম ব্যাংক থেকে বয়স্কভাতা তুলে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন, বানিয়াচঙ্গ উপজেলার শাহপুর গ্রামের আঙ্গুরা খাতুন (৪০) ও তার শিশুপুত্র রাকিব মিয়া (৫), বড়কান্দি গ্রামের আলাই মিয়ার মেয়ে নূরজাহান বেগম (৩০), জানু মিয়ার ৭ মাসের শিশুপুত্র রুমন মিয়া ও মেয়ে আনিতা আক্তার (৭) এবং লাখাইর হালিমা আক্তার (৪০)।
হালিমা আক্তার ইদের দাওয়াতে বাপের বাড়ি যাচ্ছিলেন।
নৌকার যাত্রী চাঁনপুর গ্রামের যুবায়ের মিয়া জানান, নৌকাটির ছইয়ের উপর ৫০ বস্তা সিমেন্ট ও রডসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। ভারী মালামাল থাকার কারণে স্রোতের টানে নৌকা ঘুরানোর সময় হঠাৎ ছই ভেঙ্গে নৌকাটি উল্টে যায়।
Leave a Reply