হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলির লম্বাবাঁক এলাকায় খোয়াই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরো ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করা হলো। তবে এখনো ২ জন নিখোঁজ রয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের গজারিয়াকান্দি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় বানিয়াচঙ্গ উপজেলা বড়কান্দি গ্রামের আলাই মিয়ার মেয়ে নূরজাহান বেগমের (২৬) মরদেহ দেখতে পান এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এছাড়া বিকেলে শাহপুর এলাকা থেকে ফাদ্রাইল গ্রামের জালাল মিয়া চৌধুরীর ছেলে শিশুপুত্র রাকিব মিয়া চৌধুরীর (৫) মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রী নিয়ে সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি ইঞ্জিনচালিত নৌকা। এক পর্যায়ে নৌকাটি নদীর লম্বাবাঁক পাথরছড়া এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হয়েছিলেন ৭ জন। এর মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply