হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘খাদ্য ব্যবহার ও পুষ্টি সুরক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ড আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড ওয়াহিদুজ্জামান, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তমিজ উদ্দিন খান ও হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা ড রফিকুল ইসলাম।
সেমিনারে হবিগঞ্জের বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply