হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ধানের লাভজনক মূল্য ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে খানি-খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় এসডিএম ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
খাদ্য অধিকার বাংলাদেশের জেলা সহ সভাপতি অ্যাডভোকেট ইসমাইল মিয়ার সভাপতিত্বে এবং এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাদ্য অধিকার কমিটির জেলা সাধারণ সম্পাদক সুব্রত দাস বৈষ্ণবের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন, প্রাক্তন যুগ্মসচিব ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, বানিয়াচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।
সেমিনারে বলা হয়, কৃষকরা ধানের ন্যায্য ও সঠিক মূল্য পাচ্ছেন না। তাই কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল সঠিকভাবে নিধারণ করতে হবে। না হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
Leave a Reply