হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে কৃষক লীগ নেতা ও ব্যবসায়ী সাইদুর রহমানের বাড়িতে অতর্কিত হামলায় তার পরিবারের ৮ সদস্য আহত হয়েছেন।
এলাকাবাসী ও আহতরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মজলিশপুর গ্রামের চেরাগ আলীর ছেলে সাইদুর রহমানসহ তার ভাইয়েরা তাদের ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই গ্রামের দরবেশ আলীর ছেলে একাধিক ডাকাতি, হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি সোহেল মিয়া দলবল নিয়ে এই হামলা চালায়। এ সময় সাইদুর রহমানের পরিবারের সদস্যরা চিৎকার দিলে তাদের আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন হামলাকারীদের ধাওয়া করে ও তাদের গণধোলাই দেয়। গণধোলাই খেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলায় সাইদুর রহমান, তার ভাই ইকবাল মাহমুদ লেচু, আবিদুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, বিজয় ও নজরুল ইসলাম আহত হন। তারা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে হবিগঞ্জ চৌধুরী বাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করে।
Leave a Reply