হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও আলু বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবির রেজার সভাপতিত্বে এতে অন্যদের বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন সুমন, শাহীন, সঞ্জয় কুমার রায়, আব্দুর রউফ, বছির আহমেদ ও কাউছার।
Leave a Reply