হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে কৃষক ফুল মিয়া হত্যা মামলায় পিতাপুত্র সহ ৪ জনের ফাঁসির আদেশ হয়েছে।
বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, চুনারুঘাট উপজেলার কাশিকান্দি গ্রামের আরজু মিয়া, তার ভাই রফিকুল ইসলাম ও তৈয়ব আলীর এবং ছেলে সফর উদ্দিন।
২০১৩ সালের ৫ অক্টোবর আসামিরা একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফুল মিয়াকে হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী ক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় ফুল মিয়ার বড় ভাই আব্দুল মন্নাফ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
Leave a Reply