হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও ভাষা সৈনিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফকিরাবাদ এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক সফিউল আলম, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক খোন্দকার খলিলুর রহমান ও সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে এলাকার ৫০ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান ও ভাষা সৈনিক চৌধুরী আব্দুল হাই সহ ৩ জনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
Leave a Reply