হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা দিবস ২৭ জানুয়ারি। ২০০৫ সালের এদিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় জাতির এ কৃতিসন্তান সহ পাঁচজন প্রাণ হারান। এছাড়া আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
দিনটি উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বৈদ্যের বাজারে কিবরিয়া স্মৃতিস্বম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর বের করা হয় শোক মিছিল। পরে এক পথসভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সফিকুজ্জামান হিরাজ শাহ আলম সিদ্দিকী।
Leave a Reply