হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১২তম বার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার বৈদ্যের বাজারে কিবরিয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সহ যুবলীগ নেতৃবৃন্দ।
পরে বৈদ্যের বাজারে এক শোকযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সফিকুজ্জামান হিরাক, তাজ উদ্দিন আহমেদ, আব্দুল হাকিম, জাকির হোসেন, জুয়েল রহমান প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের আমলেই কিবরিয়া হত্যার বিচার দাবি করেন।
Leave a Reply