হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং প্রচুর গাছপালা ভেঙ্গে পড়েছে। মঙ্গলবার রাতে প্রায় সোয়া ঘণ্টার এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বৈদ্যুতিক খুঁটিও। ফলে জেলা সদরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রাত ৯টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। এতে হবিগঞ্জ শহরতলির ছোট বহুলা, তেঘরিয়া, ভাদৈ, উত্তর ভাদৈ, শিয়ালদাড়িয়া, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, লাখাই, আজমিরীগঞ্জ ও বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় কাঁচা ও আধাপাকা বাড়িঘর বিধ্বস্ত হয়।
একই সঙ্গে শহরের পুরাতন হাসপাতাল সড়ক, সার্কিট হাউস রোড এবং নার্সিং ইনস্টিটিউট ও জজ কোর্ট সংলগ্ন রাস্তায় অনেক গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা সম্ভব নয়। ইউনিয়না থেকে উপজেলায় তথ্য সরবরাহ করা হয়। পরে তা জেলা অফিসে আসে।
Leave a Reply