হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কারবালা প্রান্তরের শোক ও বেদনার স্মৃতি বিজড়িত পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়।
মহানবী হজরত মুহাম্মদ মোস্তফার (সা) প্রিয় দৌহিত্র ইমাম হোসাইনের (রা) রক্তেরাঙা দশই মহররম প্রতিবছর মুসলিম বিশ্বকে শোকের ছায়ায় আচ্ছাদিত করে। নানা কর্মসূচিতে দিনটি পালিত।
পবিত্র আশুরা উপলক্ষে হবিগঞ্জ শহরে মঙ্গলবার কারবালা স্মৃতির বিভিন্ন প্রতীক নিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তাজিয়া মিছিল বের করা হয়। শহর ও আশেপাশের বিভিন্ন মোকাম বাড়ি খণ্ড খণ্ড হয়ে শহর প্রদক্ষিণ করে।
এবারও কারবালার স্মরণে তাজিয়া, নিশান ও ঘোড়া ছিল মিছিলের আকর্ষণ। এছাড়া মিছিলে অংশগ্রহণকারীরা কারবালার জারি ও বুক চাপড়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ বলে মাতম করেন।
তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।
Leave a Reply