হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা নজরুল একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। সংগঠনের সভাপতি কবি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, অধ্যক্ষ জাহানারা খাতুন, অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুজ জাহের, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল, অধ্যক্ষ আলী আজগর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, উপাধ্যক্ষ হারুন মিয়া, অ্যাডভোকেট মুরলী ধরন দাস, প্রভাষক গৌতম সরকার ও আমজাদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, নজরুল একাডেমির বিভাগীয় সমন্বয়কারী আব্দুল আউয়াল তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ। কবিতা আবৃত্তি করে, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লুৎফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী মিন্টু।
Leave a Reply