হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজ সরকারি হওয়ায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন, আলিফ সোবহান চৌধুরী কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলী।
অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply