হবিগঞ্জ প্রতিনিধি : ‘করোনা’ ভাইরাস আক্রান্ত সন্দেহে রায়হান আহমেদ নামে চীন ফেরত এক মেডিকেল শিক্ষার্থীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হান আহমদ চীনের জিঙ্গাংজিং প্রদেশের একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। ৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেন। ১৪ ফেব্রুয়ারি আক্রান্ত হন জ্বর, কাশি ও ঘাড় ব্যথায়। তখন পরিবারের সদস্যরা তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ভর্তির পরামর্শ দেন। এতে আতংকিত হয়ে তিনি বাড়ি ফিরে যান। ১৬ ফেব্রুয়ারি তাকে আবার সদর হাসপাতালে নিয়ে আসা হয়: কিন্তু ভর্তির কিছুক্ষণ পরই তিনি পালিয়ে যান। পরে পুলিশের সহায়তায় তাকে খুঁজে বের করে নিয়ে আসা হয়। এসময় তার কাছ থেকে ঢাকায় যাওয়ার বাসের একটি টিকেট উদ্ধার করা হয়।
রায়হান আহমদকে এখন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় ‘করোনা’ ভাইরাস আইসোলেশন ওয়ার্ডে তালাবদ্ধ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়হান আহমেদের দেহে ‘করোনা’ ভাইরাস থাকার আশংকা উড়িয়ে দেওয়া যায়না বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা এ কে এম মোস্তাফিজুর রহমান; কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ।
তবে জরুরি বিভাগের ইনচার্জ হিমাংশু রঞ্জন দাশ, রায়হান আহমদকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply