হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির প্রথমে দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা এ কে এম মোস্তাফিজুর রহমান ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেসুর রহমান উজ্জ্বল জানান, জেলার মোট ৮টি কেন্দ্রে করোনার টিকাদান কর্মসূচি চলছে।
ইতোমধ্যে ৫৬ হাজার ৭০০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
Leave a Reply