হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘করোনা’ চিকিৎসায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ভেন্টিলেশন সুবিধার দুটি টিসিপিএপি মেশিন এনে দিয়েছেন।
রবিবার দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডা এ কে এম মোস্তাফিজুর রহমানের কাছে নাভানা লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামের সৌজন্যে পাওয়া মূল্যবান এই যন্ত্র দুটি আলমগীর চৌধুরীর পক্ষে হস্তান্তর করেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা মুখলিছুর রহমান উজ্জ্বল, আরএমও ডা শামিমা আক্তার ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।
Leave a Reply