হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘করোনা’ উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে যুবলীগ নেতা শহিদ উদ্দিন জিসনু (৪৮) মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
শহিদ উদ্দিন জিসনু শায়েস্তাগঞ্জ আঞ্চলিক যুবলীগের সভাপতি ও উবাহাটা আজিজিয়া মহিলা মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি চুনারুঘাট উপজেলার কুটিরগাঁও গ্রামের সামছ উদ্দিনের ছেলে।
তিনি কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার বিকেলে জ্বরের সাথে শ্বাসকষ্টও দেখা দেয়। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, হবিগঞ্জ সদর হাসপাতালে শহিদ উদ্দিন জিসনুর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
Leave a Reply