হবিগঞ্জ প্রতিনিধি : করোনায় আক্রান্ত হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদসহ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হবিগঞ্জ জেলা তাঁতী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা তাঁতী লীগের সভাপতি মো মুদ্দত আলী, সাধারণ সম্পাদক সর্দার মো জসিম উদ্দিন, জ্যেষ্ঠ সহ সভাপতি সাজু নাছের চৌধুরী ও হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুর রহমান রবিন।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার শিক্ষক আব্দুল করিম।
Leave a Reply