হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘করোনা’ আক্রান্ত সন্দেহে একজনকে সিলেটে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে রবিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ‘করোনা’ আইসোলেশন সেন্টারে ভর্তি হন।
সিভিল সার্জন ডা এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, সন্দেহভাজন ব্যক্তি একজন ট্রলি চালক। তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনও ফলাফল আসেনি। তার শরীরে ‘করোনা’র সবগুলো উপসর্গই রয়েছে।
এর আগে নারায়নগঞ্জ থেকে আসা একজন ট্রাকচালক ‘করোনা’ আক্রান্ত হয়ে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন।
Leave a Reply