হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজন মৃত্যুবরণ করেছেন।
এরমধ্যে একজন হলেন, জেলা কৃষক লীগের সহসভাপতি, হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম (৬০)। অপরজন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা জবরু মিয়া তালুকদার (৬৫)। শনিবার বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা মুখলেছুৃর রহমান উজ্জ্বল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষক জবরু মিয়া তালুকদার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ২৮ জুন নমুনা দেন। ফলাফল পজিটিভ হওয়ার পর সিলেটে নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান। আব্দুল হেকিম নমুনা দেন ২১ জুন। ফলাফল পজিটিভ হওয়ার পর ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে সেখানে তিনি মারা যান।
এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হলো। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন। রবিবার আক্রান্তের হার ছিল ৩৭ দশমিক ৯৩ শতাংশ।
Leave a Reply