হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় বেলুন উড়ানোর পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির। প্রধান আলোচক ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান। পুলিশ সুপার বিধান ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। আরো বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূঞা সামস ও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
Leave a Reply