হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার এই নির্মাণ কাজের উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে ৮৫ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, উন্নত সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাই শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
এ সময় অন্যদের মাঝে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকারও বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply