হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে হবিগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির। এসময় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় আয়োজন করা হয়।
Leave a Reply