হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জমজমাট আয়োজনে এসএ টিভির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে হবিগঞ্জ বাডস কেজি এন্ড হাই স্কুলে কেক কাটা হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, হবিগঞ্জ এয়ারলিং ক্যাবল নেটওয়ার্কের পরিচালক এস এ খান এনাম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান শামীম ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল। সভাপতিত্ব করেন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আবু ছালেহ মো নূরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, প্রদীপ দাস সাগর ও বাডস কেজি এন্ড হাই স্কুলের শিক্ষকবৃন্দ।
শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply