হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর নবম বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী ও এম এ আজিজ সেলিমের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি মো ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা দেলোয়ার হোসেন, সদর মডেল থানার ওসি মো মাসুক আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো ছানু মিয়া, এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, বাংলা নিউজ প্রতিনিধি বদরুল আলম, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক দিনের শেষের জেলা প্রতিনিধি এস কে সাগর, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধ এ এম শাহ আলম, আনন্দ টিভি প্রতিনিধি শেখ বেলাল, সাংবাদিক নায়েব হোসাইন, সৈয়দ মশিউর রহমান, এ কে আজাদ, জাহেদ আলী মামুন ও আমির হামজাসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-অর-রশীদ সিআইপির পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply