হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিওর ৫ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বাডস কেজি এন্ড হাই স্কুল মঞ্চে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শাবান মিয়া। এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, গোলাম মোস্তফা রফিক, ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply