হবিগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে এশিয়ান টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক মো এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর ভূঁইয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মো ফজলুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আনছান, মো ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, যুগ্ম সাধরাণ সম্পাদক আবু ছালেহ মো নূরুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির। পরিচালনায় ছিলেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী।
Leave a Reply