হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নিহত সুখিয়া রবি দাসের পরিবারকে সাহায্যের নামে বিদেশে সংগৃহীত টাকা অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া ও আমার এমপি ডট কমের প্রাক্তন চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।
সোমবার দুপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, শওকত আকবর সোহেল, গৌতম রায়, বিপ্লব রায়, এম এ হাকিম, বিপুল রায়, ধ্রুব জ্যোতি টিটু, দেলোয়ার হোসেন খান ও কৌশিক আচার্য্য পায়েল।
মানববন্ধন শেষে শহরের প্রধান সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
Leave a Reply