হবিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষে প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার দেওয়ার ঘোষণা বাস্তবায়নের তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ-৩ প্রকল্পের মাধ্যমে হবিগঞ্জে ১২৬টি পরিবার মাথা গোঁজার ঠাঁই পেলো।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের অন্যান্য জেলার মতো হবিগঞ্জের ৩ উপজেলার এই পরিবারগুলোর কাছে ঘর হাস্তান্তর করেন।
এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বাহুবলের ৬৪, নবীগঞ্জের ৫০ ও মাধবপুরের ১২টি পরিবারের সদস্যদেরকে ঘর বুঝিয়ে দেন।
এ উপলক্ষে বাহুবল উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জেলা প্রশাসক ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ২ হাজার ৪১টি ঘর উপকারভোগীদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আরও ৪২টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।
Leave a Reply