হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হলো। আর ষষ্ঠবারের মতো এই বরণ ডালা সাজিয়েছিল ‘দুই শূন্য শূন্য ছয়’ পরিবার নামের একটি সামাজিক সংগঠন। অনুষ্ঠানমালায় শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং পিঠা মেলাও অন্তর্ভুক্ত ছিল।
হবিগঞ্জ থেকে এস এম সুরুজ আলী জানান, ২০০৬ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা কয়েকজন বছর কয়েক আগে গড়ে তুলেন ‘দুই শূন্য শূন্য ছয়’। উদ্দেশ্য ছিল, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ ঈদ সহ বিভিন্ন উৎসবে নতুন জামাকাপড় কিনে দেয়া। এর সাথে ৬ বছর আগে যুক্ত হয় বসন্তবরণে ঘুড়ি উৎসব। এ আয়োজনটি মাত্র কয়েক বছরেই সববয়সের মানুষের মাঝে ব্যাপক সাড়া জাড়িয়ে তুলেছে।
জালাল স্টেডিয়ামে আয়োজিত এ আনন্দ উৎসব যেমনি বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে তেমনি শহরবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টি করেছে। আয়োজক সংগঠনের আহবায়ক সাইফ আহসান জানালেন, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতিবছর ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply