হবিগঞ্জ প্রতিনিধি : ‘শীতার্তদের জন্য আমাদের উষ্ণ ভালবাসা’ এ স্লোগানকে সামনে রেখে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জে ১ হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
রবিবার সকালে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম জাহেদ।
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা সমন্বয়কারী নাসির হোসাইন তানভীরের সভাপতিত্বে উদ্বোধন পর্বে বিশেষ অতিথি ছিলেন, এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, সাংবাদিক জমির আলী, সাইফুল ইসলাম মহালদার, মোশাহিদ তালুকদার ও সাইফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সদস্য আল আমিন।
পরে শহরের পুরান মুন্সেফি কোর্ট এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হবে।
Leave a Reply