হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকার বাসিন্দা আব্দুস শহীদের ছেলে জিসান মোটর সাইকেলযোগে শহরের রাজনগর এলাকায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল। পথে সরকারি মহিলা কলেজের সামনে একটি ট্রাকের চাপায় সে ঘটনাস্থলেই নিহত হয়। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই রকিবুল হাসান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী ট্রাকের আগুন নেভান।
ট্রাকচালক জামাল মিয়াকে আটক করা হয়েছে। তিনি সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ট্রাকের প্রবেশ নিষিদ্ধ থাকলেও কিভাবে দিনের বেলা ট্রাক শহরে প্রবেশ করে তা খতিয়ে দেখা দরকার।
Leave a Reply