হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে এক খণ্ড জমির জন্য চাচা ভাতিজাকে খুন করে নদীতে মরদেহ ফেলে দিয়েছেন।
বুধবার দুুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
এসপি জানান, গত ১৭ জুন অপহৃত হন চুনারুঘাট উপজেলার পাট্টাশরিফ গ্রামের বাসিন্দা দুলা মিয়া। ১৯ জুন এ ব্যাপারে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন তার ভাই ইদু মিয়া। পুলিশ ১৮ জুন দুলা মিয়ার মরদেহ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করে।
তিনি বলেন, এক কিশোরের তোলা মাইক্রোবাসের ছবির উপর ভিত্তি করেই হত্যা রহস্য উদঘাটন করে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে আদালতে। এতে তারা হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুলা মিয়ার চাচা বিজিবি সদস্য সাদেক মিয়া পলাতক রয়েছেন।
Leave a Reply