হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত একহাজার মানুষের মাঝে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
বুধবার শহরের শিরিষতলায় ৩৫০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে কার্যক্রম উদ্বোধন করেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, রোটারিয়ান সফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম।
গ্রামীণফোনের সৌজন্যে পর্যায়ক্রমে জেলার লাখাই, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
Leave a Reply