হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় একটি মার্কেটে আগুন লেগে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার। তবে আগুন থেকে ১ কোটি টাকার মালামাল রক্ষা পেয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে ইউনুছ আলীর মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, লাকি হোটেল এন্ড রেস্টুরেন্ট, চা স্টল, ফাইভ স্টার টায়ার সেন্টার, নূরু মিয়া টায়ার সেন্টার, শাহজাহান ভেরাইটিজ স্টোর ও লাল বানু চা স্টল।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা নজরুল ইসলাম জানান, লাকি হোটেল এন্ড রেস্টুরেন্টে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply