হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মোট ৪৬ জন মরণব্যাধি এইচআইভি ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। তবে প্রত্যেকেই চিকিৎসা নিচ্ছেন।
বুধবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা সুচিন্ত চৌধুরী এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা আজমিরীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি। তবে এ সংখ্যা প্রকাশ করা হয়নি।
সিভিল সার্জন বলেন, ‘হিজরা’ শব্দটি ব্যবহার করা উচিত নয়। এ শব্দটির পরিবর্তে তৃতীয় লিঙ্গ বলা উত্তম। তৃতীয় লিঙ্গের মানুষদেরও অন্য মানুষদের সাথে ভাল আচরণ করতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন, সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন।
Leave a Reply